তোমরা যারা তরুণ কিশোর
জাতির ভবিষ্যৎ ,
তোমাদের ই খুঁজতে হবে
মহা মুক্তির পথ ।
সমাজের আজ গাত্রদাহ
অনাচার আর ব্যভিচার ,
দুর্নীতি আজ মজ্জা গত
বঞ্চনার ই হাহাকার ।
শিক্ষা দীক্ষা নিতে হবে
হতে হবে মানুষ ,
ডিজিটালের রঙিন মোহে
উড়াইও না ফানুস ।

ইন্টারনেটে ফেইসবুকে
আর কত দিন  
থাকবে মজে ?
ইউটিউব টিক টকে তে
থাকবে কত
মাথা গুজে !
আজকে যারা তরুণ কিশোর
তারাই নেতা
তারাই রাজা ,
তবে কেন জীবনটরে
করছো এমন
ভাজা ভাজা !

শিক্ষা দীক্ষায় বড় হচ্ছো
মানুষ হচ্ছো না ,
প্রতিবেশী অনাহারী
খবর নিচ্ছ না ।
কারও আবার নেশার ব্যামো
ড্রাগের নেশায় মত্ত ,
ডিজিটালের গেম স খেলে
চার দেয়ালে বদ্ধ ।
নবীন প্রাণের তরুণ কিশোর
মাথা এবার তোলো ,
সত্য ন্যায়ের আলোক ধারায়
হৃদয় দুয়ার খোলো ।