পথে পথে ঘুরে খুঁজে বেড়াই
অবনী পরে বাঁচার ঠিকানা,
কত আকুতি কত যে সংগ্রাম
প্রতিপদে করি কত বাহানা।

অবিরাম বহে আনন্দধারা
জীবনে লাগলে প্রেমের ছোয়া,
সুখস্মৃতি দেয় বাঁচার তাগিদ
বিরহে দেখি মৃত‍্যুর আবছায়া।