মা
অশ্রুজলে ভাসছে দু চোখ, জানি মা নেই কাছে তাই;
মা হারিয়ে নিঃস্ব হলাম, পাই না কারও মনে ঠাঁই ।    
মায়ের মুখের সেই হাসিটি, বলো কোথায় খুঁজে পাই ?  


বাবা
বাবার চোখে স্বপ্ন ছিল, একদিন হবো আমি ডাক্তার ;
স্বপ্ন পূরণ হয়নি বাবার, হলাম কবি এবং বেকার !
বাবা এখন শুধুই স্মৃতি মনের পাতায় দুঃখ ব্যথার ।


প্রিয়তমা
বাবা মায়ের পরে যারে, আমার হৃদয় দিয়েছি ;
অনেক জ্বালায় জ্বলে তারে, আমি কাছে পেয়েছি ;
প্রেমডোরে বেঁধে তারে, আপন করে নিয়েছি ।



সিজো একটি কোরীয় ঐতিহ্যবাহী ভাষাসৈনিক কাব্যিক রূপ যা কোরইও যুগে আবির্ভূত হয়েছিল। কোরইও রাজবংশের সময় এই ধরনের কবিতা রচনার সূত্রপাত হয়। জোসন রাজবংশের রাজত্বকালে এই ধরনের কবিতা রচনা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। বর্তমানেও 'সিজো' কবিতা রচিত হয়ে থাকে। এই কবিতা মূলত তিনটি পঙ্‌ক্তির হয়ে থাকে এবং প্রত্যেক পঙ্‌ক্তিতে কমপক্ষে ১৪-১৬ টি করে অক্ষর থাকে। তবে ছন্দ বা মাত্রা বিন্যাসের জন্য অক্ষর সংখা কমবেশী হতে পারে, অন্ত্যমিল জরুরী নয় । প্রতিটি পঙক্তি আবার দুই বা তিন পর্বের হয়ে থাকে।