হৃদয় মাঝে কত আশা
আগুন হয়ে জ্বলে,
কখনও তা পথ খুঁজে পায়
মনের কথা বলে।
সবাই খোঁজে সুখের জীবন
ভাল থাকার আশা,
দুঃখ দিনে আপন জনের
চায় যে ভালবাসা।


অনেক স্বপ্ন মনের কোণে
জমাট বেঁধে থাকে,
অনেকটা তার যায় হারিয়ে
জীবন নদীর বাঁকে।
বিচিত্র সব জীবন ধারায়
আশার প্রদীপ জ্বলে,
যে পারে যায় আঁধার ভুবন
নগ্ন পায়ে দলে।


আমরা ক জন নায়ের মাঝি
ছুটছি সারা বেলা,
মরা গাঙে বান ডেকেছে
থামবে এবার খেলা।
তীর ভাঙ্গা ঢেউ ছুটছে শুধু
গহীন সাগর পানে,
ক জন আছে এই ভুবনে
রুখতে তারে জানে?