জোছনা ভরা রাতে ছাদের কোনে
একলা ছিলেম বসে,
রাঙিয়ে দিলে হৃদয় আমার
তুমি কাছে এসে ।
ভালবাসায় এত সুখ
বুঝিনি এর আগে,
তোমায় নিয়ে স্বপন দেখতে
ভীষণ ভাল লাগে ।
প্রথম দেখার দিন টি হতে
প্রেমে খাচ্ছি হাবুডুবু,
দূরে যতই থাক তুমি
বাসবো ভাল তবু ।
তোমার প্রেম বিহনে
হৃদয় আমার শূন্য,
কাছে পেয়ে তোমায়
জীবন হলো ধন্য ।