জীবনের শেষ অবধি থাকব ,
তোমার গোপন আপন জনের একজন হয়ে
স্বপ্নহীন জীবন কাটাবো কাছে থাকার প্রত্যাশায় ;
তোমার কাছের একজন হব ,
চলার পথে রই দাড়িয়ে গোলাপ হাতে নিয়ে
কখন কাছে পাব তোমায় আছি তারই অপেক্ষায় ।
জীবনের শেষ বিকেলে ,
লাল রঙ গোলাপ কাটায় রক্ত ঝড়িয়ে
জানিনা আর কতটা সইতে হবে বিচ্ছেদের জ্বালা !
জীবনের সব ব্যথা ভুলে ,
ভালবেসে যাব তোমায় মনপ্রাণ দিয়ে
তোমারে পাওয়ার আশায় থামবে না এ পথ চলা ।