ভেবেছিলাম হয়ত মেঘ কেটে যাবে,
চারিদিক জোৎস্নায় আলোকিত হবে ;
রাতের আকাশ জুড়ে তারাদের মেলা,
বাড়ীর আঙ্গিনা জুড়ে জোনাকীর খেলা।
ভেবেছি তুমি আসবে এ জীর্ণ কুটিরে,
আমার সকল প্রেম যে তোমায় ঘিরে ;
আশা জাগে এই বুঝি তুমি এলে ফিরে
জানিনা কেন এলেনা ছোট্ট এই নীড়ে !


অমাবস‍্যার আঁধার হৃদয় আকাশে,
কাছে কেউ আসলোনা যারা ভালবাসে ;
বিরহ ব‍্যথার অশ্রু অবিরাম ঝরে,
মন থেকে সুখ স্মৃতি সব খসে পড়ে।
পোড়া মন নিয়ে শুধু দুঃখ বয়ে যাচ্ছি,
তুমি এলেনা বলেই কষ্ট শুধু পাচ্ছি ।