সবাই খুঁজে নিয়েছে যে যার ঠিকানা
শুধু আমারই নেই কোন পথ জানা ,
খাঁ খাঁ দুপুরে নির্জনতা ভেঙে দিয়ে
আমার সকল প্রেম নিংড়ে নিয়ে ;
হৃদয় আমার ক্ষতচিহ্ন একে
নিরুদ্দেশ হলে তুমি আমায় একা রেখে ।


বসে আছি এখন আমি একাকী এ নির্জনতায় ,
কাঁপন লাগে দেহে বিরহের শীতল ছোঁয়ায় ;
অনেক কিছু বলার ছিল
তারও বেশী দেয়ার ছিল ,
অভিমানী তুমি শুনলে না সে কথা
চলে গেলে দিয়ে মনে অনেক ব্যথা ।


জ্যোৎস্না রতে নিরিবিলি দুজনে
কাটিয়েছি কত রাত কূজনে,
তুমি ছিলে গহীন বনে সঠিক পথের দিশা ,
হারিয়ে তোমায় ভাঙ্গলো ,আমার সকল আশা ;
সাঝ বেলাতে নাীড়ে ফেরে পাখি
তোমার কথা ভেবে আমার ছল ছল আঁখি ,


কোথায় তুমি কেমন আছো
জানতে ইচ্ছে হয় ,
আজও তোমায় ভালবাসি
মিথ্যে কিন্তু নয় ।