তুমি নারী, ছলনাময়ী!
জানি না কখন, থেকে প্রেমেতে মগন,
অতি সংগোপনে তুমি এলে জীবনে ;
কাছে টেনে নিলে নীরবে নির্জনে !
আমার সবটুকু প্রেম, ভাল লাগার উচ্ছ্বাস
সবই কেড়ে নিলে করে মন তছনছ !
শরীরের সবটুকু মধু নিতে এসে
বুকের দরোজা খুলে ধরা দিলে শেষে !


আমি তো তোমায় ছলনাময়ী জানি ,
ব্যাকুল হৃদয়ে তবে কেন তোমাকেই চাই ?
ছলনার রমণীরা কাছে এলে ভুলে যাই
অতীত যন্ত্রণা , ভুলে যাই তার প্রতারণা ;
ছলনাময়ী রমণীর একটু ছোঁয়ার নজরানা,
ফিরে পাই যৌবন, খুঁজে নিতে মৌ বন !
ইচ্ছে হয় ডুব দেই ভেসে যাই
ছলনাময়ী নারী, তোমার হৃদয় সরোবরে !
আর কত ভুলাবে আমায় ছল করে?