বোকারা আজ কারও কথা
শুনবে নারে শুনবে না,
মিষ্টি কথায় চিরে তো আর
ভিজবে নারে ভিজবে না।
গরীব বলে ভাবছো বোকা
আসলে যে বোকা না,
ক্ষুধা পেটে বল থাকে না
তাইতো কথা বলে না।
শাক দিয়ে মাছ ঢাকবে কত
বাহানা আর করো না,
পুকুর চুরির ভাবনা একটু
এবার না হয় ছাড়ো না।
উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে
আ হা কি যে ভদ্রতা,
আমজনতা জাগবে এবার
কেড়ে নিতে ক্ষমতা।