আয়েশা বিনতে আবু বকর ছিলেন
উম্মুল মুমিনীন সে শেষ নবী পত্নী ,
কৈশোরে যিনি ইসলামে সামিল হলেন
সত‍্য পথের পথিক সে অগ্রবর্তিনী।


অল্প বয়সে হলেন নবীর ঘরনী
যৌবনে যিনি নবীকে খুব কাছে পান,
তারই সেবায় কাটে দিবস যামিনী
নবীর আদর্শ ঘিরে তার ধ‍্যান জ্ঞান।


রাসুলের স্পর্শে হয়ে মহিয়সী নারী
যুদ্ধ করতেন তিনি সেনানির সাজে,
প্রভাবশালী হলেন খুব তাড়া তাড়ি
বাকি জীবন কাটান দাওয়াতী কাজে।


পর্দা প্রথা নারী শিক্ষা তার অবদান,
জ্ঞান অর্জনে নিজেকে করেন মহান।