তুমি রয়েছো আমার নিঃশ্বাসে বিশ্বাসে ,
প্রেমের আবেগ লয়ে অঙ্গে আছো মিশে ;
সাথী হয়ে আছো তুমি আমার অন্তরে ,
যেওনা দূরে কোথাও ওরে ও বন্ধুরে ।
তোমার স্পর্শে উচ্ছাস জাগে মোর প্রাণে ,
তুমি রয়েছো আমার হৃদয়ের কোনে ;
তোমার প্রেমে উতলা হৃদয় আমার ,
তোমার লাগি গড়েছি সাত নুরি হার  ।

তোমায় ভালবেসেছি মন প্রাণ দিয়ে ,
বিরহ জ্বালায় জ্বলি কাছে পেতে চেয়ে ;
কি জানি কেন যে তুমি থাক দূরে সরে ,
বিরহে অঙ্গার হই আমি জ্বলে পুড়ে ।
যেওনা আমায় ছেড়ে যেওনা গো বন্ধু ,
তুমি হীনা এ ভুবন যে উত্তাল সিন্ধু ।