মিথ্যার আবরণে সত্যকে  ঢেকে আর  কত পথ চলা !
মুখেতে মধু অন্তরে লয়ে বিষ কত আর ছলা কলা !
গণতন্ত্রের কথা বল  তোমরা কেড়ে নিয়ে অধিকার ,
মৌলিক চাহিদা হয়না পূরণ নামেই মোরা ভোটার ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধুই ঘোড়ার মত ছুটছে ,
নেতা আর ব্যবসায়ী সিন্ডিকেট টাকা পয়সা লুটছে ।
অফিস আদালতে চলে দুর্নীতি মুখটা মুখোশে মোড়া,
সন্ত্রাসী মাস্তান সমাজের মাথা জনতা কপাল পোড়া।

পথে ঘাটে যান বাহনে ঘটছে নানারকম ঘটনা
অভিযোগ করলে বলছে ওরা এসব নাকি রটনা।
পুলিশ খুঁজে বেড়ায়  অপরাধী ভাল রা হয় হেনস্তা ,
টাকার জোরে দুষ্টু রা পায় ছাড়া কি নিদারুণ অবস্থা ।

মানুষেরই কাছে মানুষই জিম্মি মুক্তির দিন গুনছি ,
জনতার বুকে জ্বলছে যে আগুন তারই উত্তাপ পাচ্ছি ।