ভাদ্র মাসে পূর্ণিমাতে চাঁদের আলোয়  
চোখ চলে যায় নদীর তল দেশে ,
আকাশ  জুড়ে মেঘের ভেলা বয়ে চলে
স্নিগ্ধ হাওয়া ভাদ্র দিনের শেষে ।
ভাদ্র মাসে নদী নালা খালে বিলে
বর্ষার পানি করে থৈ থৈ ,
জেলে ভাই রা ধরে কত জিওল মাছ
শোল গজার শিং মাগুর কৈ ।
কৃষক বুনে আমন চারা ধানের ক্ষেতে
সবুজ বরণ মাঠ প্রান্তর ,
শাপলা শালুক পদ্ম দেখে নেচে ওঠে
বাঙ্গালীদের কোমল অন্তর ।
শিউলি ঝরা ভাদ্র এলে বলতে পারি
আজ এসেছে শরৎ কাল ,
রৌদ্র ছায়া তবুও থাকে তীব্র দহন
জানি এবার পাকবে তাল ।
তালের বড়া খেতে মজা এই কথাটি
মিথ্যে নয়  এক রত্তি ,
ভাদ্র মাসে পিঠা পুলি আর পায়েসের
হয়না মোটেই কমতি ।
কাশবনটা তো সাদা ফুলে উঠবে ভরে
হালকা হাওয়ায় ওরা দোলে,
ভাদ্র যে তাই আনছে ডেকে স্নিগ্ধ সকাল
প্রিয় বাংলা মায়ের কোলে ।