ভালো থেকো আমার পূর্বপুরুষ ও রমণী রা ,
ভালো থেকো অবোধ শিশুর ডাক শুনেছিলে যারা ।
ভালো থেকো শৈশবের খেলার সাথিরা ,
ভালো থেকো আমার কৈশোরের বন্ধু যারা ,
ভালো থেকো স্কুল কলেজ ভার্সিটির সহপাঠী রা  
ভালো থেকো যৌবনের প্রেমিকারা !
ভালো থেকো প্রেমের বাঁধনে বেঁধেছ যারা ;
ভালো থেকো আমায় ভালবাসো যারা  ।
ভালো থেকো আমার সকল শিক্ষা গুরু  ,
ভালো থেকো তারা যাদের দেখে পথচলা শুরু ।
ভালো থেকো সব মানবিক মানুষেরা ,
ভালো থেকো তারা বিপদে যারা দিয়েছো সাড়া  ।
ভালো থেকো মা, বাবা, পূর্বপুরুষ ও রমণী রা ,
ভালো থেকো আমার সকল ভালোাবাসার মানুষেরা ।




শ্রদ্ধেয় কবি হুমায়ুন আজাদের প্রকৃতি প্রেমের বিখ্যাত কবিতা ‘ভালো থেকো’
পাঠ করে দারুণ ভাবে বিমোহিত হয়ে আমার জীবনে যারা কাছাকাছি ছিল
আমায় আপন করে নিয়েছিল তাদের নিয়ে এই কবিতাটি রচনা করেছি ,
আর হুমায়ুন আজাদ স্যারের প্রতি রইল অকৃতিম শ্রাদ্ধাঞ্জলী ।