হৃদয়ে যে ফুল ফুটিয়ে ছিলাম ভালবাসার
শুকিয়ে সে ফুল ঝরে গেল আজ এই গোধূলি বেলায়,
হৃদয়ে যে প্রেম এতকাল রেখেছিলাম পুষে
তারে হারাতে হল আজ এই সন্ধ‍্যার ঝড়ো হাওয়ায়।
উদাসী এ মন ছটফট করে বিরহের যন্ত্রণায়,
তবু অবুঝের মত প্রেম ফিরে পেতে চায় ;
জীবনে যা একবার হারায় তারে কি ফিরে পাওয়া যায় ?
যে প্রেম ছিল একতরফা অকিঞ্চণ,
কে তারে মূল‍্য দেয় ?
গোলাপের কাটা হয়ে বিঁধেছিল সে আমার বুকে,
রক্তাক্ত ক্ষতবিক্ষত হৃদয়
তবু তার কথা ভেবে থাকবে সে সুখে।
ছলনা কপটতা মনে হত প্রেমেরই মূর্ছনা,
বুঝতে পারিনি সবই ছিল  প্রবঞ্চনা।
আজ জীবনের এই গোধূলি লগ্নে উঠলো যে ঘূর্ণি হাওয়া,
ঝরে গেল ফুল ফুরালো প্রেম মিটে গেল সব চাওয়া পাওয়া।