মানবের লাগি বিধাতা গড়েন এ বসুন্ধরা ,
মানবজীবন ঘিরেই চলছে সব ভাঙ্গা গড়া ।


প্রাকৃতিক দুর্যোগ মহামারী আসে বারবার ,
মানুষের গড়া সভ্যতা ভেঙ্গে হয় চুরমার ।


জনম নিয়েই মানুষেরা করে লড়াই বাঁচার ,
বাঁচার লাগিয়া মানুষ সৃজন করে পরিবার ।


পরিবার থেকে সমাজ, নগর রাষ্ট্রের সূচনা ,
হয় শ্রেনীভেদ ক্ষমতার দ্বন্দ্ব শোষন বঞ্চনা ।


দুনিয়ার বুকে মানুষেরা খোঁজে সুখ স্বাচ্ছন্দ্য ,
ভোগ বিলাসিতা শুধু চায় তারা প্রেমে হয় অন্ধ ।


পরিবার সমাজ রাষ্ট্র চায় নিজ অধীন রাখতে ,
সেখানেই দ্বন্দ্ব ভাঙ্গনের সুর হয় যে শুনতে ।