ঢাকার বুকে রক্ত ঝরে
একুশ তারিখ ভোরবেলা ,
রাষ্ট্র ভাষা বাংলা চাই
তুল লো দাবী সেইবেলা ।
সালাম বরকত জব্বারেরা
নামলো এসে রাজপথে ,
মায়ের ভাষার মান রাখিতে
করবে লড়াই এক সাথে।
বাংলা মোদের মাতৃভাষা
তাকেই ঘিরে স্বপ্ন আশা ,
এই ভাষাতে কথা বলে
জানাই মোদের ভালবাসা ।
হঠাৎ পাকি বর্গী বলে
রাষ্ট্র ভাষা বাংলা নয় ,
মাতৃ ভাষায় কথা বন্ধ
এ দেশেতে তাই কি হয় !
বাংলা মায়ের দামাল ছেলে
শ্লোগান দিল মানি না ,
মাতৃভাষার এই অপমান
মেনে নিতে পারিনা ।
ঊনিশ শত বায়ন্নোতে
ফেব্রুয়ারির একুশ ,
চললো গুলি তবু বিজয়
আসলো নিরঙ্কুশ ।
ভাষার সেই আন্দোলনে
স্বাধীকারের উক্তি ,
এনে দিল বাঙ্গালীরে
একাত্তুরে মুক্তি ।