খোকাখুকুরা শোন শোন ভুতের গল্প শোন -
কত প্রকার ভূত আছে তোমরা কি তা জান ?
ভুতের রাজা দৈত্য-দানো অট্টালিকায় থাকে ,
কানাভুলু ভুতেরা থাকে পথের আকেবাকে ।


পেত্নীরা সব থাকে বাড়ীর আনাচে কানাচে ,
রাতের অন্ধকারে আমগাছে শাকচুন্নী নাচে ;
নদী খালে বিলে থাকে দেওয়া ও মেছুভুত ,
ভুতের রানী ডাইনী ও শাকিনীর হাসি অদ্ভূত ।


কবন্ধক হাটে রেললাইনে কাদারমা শ্মশানে ,
ষোড়শী মোহিনী সুবাস ছড়ায় টানে ফুলবনে ;
চোরাচুন্নী, পিশাচ পিশাচী ভুতেরই ভিন্ন জাত,
রাক্ষস খোক্ষসের ভয়ে হয় সবাই কুপুকাৎ ।


পেঁচাপেঁচী, বেঘোভুত থাকে বনে-জঙ্গলে ,
ভয় জাগে প্রণে যখন আলেয়ার আলো জ্বলে ;
নিশির ডাকে কাপে বুক প্রাণ করে ছমছম ,
মামদো ভুত বোকাশোকা জ্বালায় খুব কম ।