ভূল করো না ভূল করো না
ভূল করলেই সব হারাবে,
কথা কাজে যদি করো ভূল
ভূলের মাশুল গুনতে হবে ।
অংক খাতায় ভূল করলে
পাবে একটা গোল্লা
খেলার মাঠে ভূল করলে
দর্শক করে হল্লা ।
ভূল করো না ভূল করো না
ভাল কিছু কিনতে,
সবাইকে তাই বলি ভূল করোনা
ভাল মানুষ চিনতে ।