হয়তো এখন আর আমার কথা মনে পড়েনা তোমার ,
হয়তো অনেক দীর্ঘশ্বাস বুকে চেপে রাখছো অনিবার ;
আমি বলবো ভুলে যাও আমায় যা হবে সঠিক নির্ণয় ,
আমার আমিত্ব কে আমিই বুঝি না করে যাই অভিনয়।
তুমি ফুল ফোটাতে চেয়েছিলে আমার ত্যক্ত  বাগানে ,
প্রেমের আবেগ জাগাতে চেয়েছো  আমার তপ্ত প্রাণে ;
অর্বাচীন আমি ভুল বুঝে তোমায় শুধু আঘাত করেছি ,
ভালবাসা প্রেম নয় কান্নার স্মৃতি শুধু উপহার দিয়েছি।
তুমি চেয়েছিলে  নদী হয়ে ঢেউয়ের দোলায় দোলাবে ,
বাদল দিনের বারিধারা হয়ে প্রেমের স্রোতে ভেজাবে ;
আমি না বুঝে দিয়েছি ঝাপ, গিয়েছি জলোচ্ছ্বাসে ভেসে ,
তরী আর তাই ভেড়াতে পারিনি তোমার কাছে এসে ।