ভূতের গল্প শুনেছি কত দাদা-দাদীর কাছে,
হরেক রকম ভূত নাকি এ জগতে আছে ;
গেছোভূত মেছোভূত ভূতের রাজা মামদো,
শিশুবেলা হতাম কত ভূতের কাছে জব্ধ ।


ভূতের গল্প শুনে সবার বুকে কাপন জাগতো,
আধার রাতে ভূতেরা সব ধরায় নেমে আসতো ;
বিদুৎ এর আলোতে ভূতেরা হলো বেসামাল ,
দুনিয়াজুড়ে ভূতেরা আজ বড়ই নাজেহাল ।


তবু ওরা নেইকো থেমে, আছে সবার ঘরে ঘরে,
সবার মনে আছে ওরা, থাকবে না আর দূরে সরে ;
সুযোগ পেলেই ভূতবাবাজী ধরবে চেপে টুটি সবার
লুটেপুটে নিয়ে সব করবে তোমার কম্মকাবার ।


বাংলাদেশের ভূতেরা আজ আছে দুধেভাতে,
কোর্টকাচারী, অর্থকড়ি সবই  ওদের  হাতে ;
চারিদিকে বিছানো ভূতের কারেন্ট জাল,
ভূতের গল্প শেষ হবেনা থাকবে চিরকাল ।