যৌবনের আগমনে দেহমনে লেগেছে কম্পন,
সত্যিকারের মানুষ হবার সময় হয়েছে এখন;
সৎ অসতের তফাৎ বিবেক দিয়ে চিনতে হবে,
যৌবনেই গড়তে হবে জীবনটাকে ঠিকভাবে ।


উদ্দাম উচ্ছাস প্রেম ভালবাসা এই নিয়ে যৌবন,
ফুল ফলে সুশোভিত এ যেন কামনার মৌবন ;
ভাঙ্গতে যেমন জানে সে গড়তেও সে পারে,
নিত্য নতুন ভাবনাকে নেয় সে আপন করে ।


যৌবনে থাকে মোহ থাকে বড় হবার বাসনা,
বাঁধার প্রাচীর ভাঙ্গবে সে সইবে সকল লাঞ্চনা ।
লক্ষ্য করে ঠিক কর্ম হবে শক্তহাতে ধীর-স্থীর ,
যৌবনের জয়গানে দেশটা হবে সুখের নীড় ।