মনে কর কোন এক বসন্তে,
তুমি আমি এক জ্বলন্ত কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে তোমাকে বলছি, ভালোবাসি।
কিংবা ধরো বিশাল এক জলরাশি'র তলদেশে গিয়ে মুখ থেকে অক্সিজেন সিলিন্ডারের যন্ত্র টি খুলে চিৎকার করে তোমাকে বলছি, ভালোবাসি।
অথবা, তাজিংডং এর চূড়ায় গিয়ে তোমার নাম ধরে চিৎকার করছি আর বলছি, ভালোবাসি, ভালোবাসি।
কোন এক বৃষ্টির দিনে টগবগে গরম এক কাপ লাল চা হাতে নিয়ে তোমায় বললাম, ভালোবাসি।
তারপর ধরো সমুদ্রের বুক ঝাপিয়ে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে তোমাকে চিৎকার করে বলছি, ভালোবাসি প্রিয়তমা, ভালোবাসি।