প্রেয়সীর নীল চোখে সুগভীর প্রেম
বেদনার বুকে বেদনা হয়ে, ছুটে বেড়ায় দিগ্বিদিক;
আক্রোশে মাথা নত করি এই জ্যান্ত সূর্যাস্তে
যেথায় প্রেয়সী তার নীল চোখের আস্ফালন মাখায়।
যে পথ বেয়ে তার চোখে জ্বল জ্বল করে করুণ নীল সূর্য,
সেই ধুসর পথের ধুলোর স্রোতে প্রেম কিংবা দ্রোহের বিপ্লব,
প্রেমিকের জ্বলন্ত সানগ্লাস মাথা ঠ্যাকায় বিষাদ বিদ্রোহে..