আমলাতান্ত্রিক জটিলতায় ঘেরা শহরে
নেতৃত্বহীন আমি,
আকাশের চাঁদ কিংবা জ্বল জ্বল করা আমার নেত্রবারি।
সবই মিশে যায় এই রাতের শীতল যুদ্ধাস্ত্রে;
বাগান বিলাসের দেয়াল ঘেষে কংক্রিট দেয়াল
স্পষ্ট উত্তর- ফিরে যাও।
চেয়ে দেখো বিষাদ মনে আঘাত হানছে–
ত্রিশুলের মতো তোমার শব্দবুলি,
আঘাত হানছে আইলা, সিডর অথবা মন্দোস;
যেমন তোমার বাহ্যিক অভিভাষণ।