তোমায় একটু দেখবো বলে চেয়ে দেখি আকাশ,
উড়ে যায় শালিক, কালো কাক, সাদা বক;
আর পশলা করে ভীড় জমায় একদল শকুন।


তোমায় একটু দেখবো বলে চেয়ে দেখি শিমুল বনে,
মিশে আছে সবুজ ঘাস, আর ভিখারির লাল টাকায় ছয়লাব গাছের ছায়া।


শেষ রাতের এই অদ্ভুত জ্বরে, তোমায় একটু দেখবো বলে
চেয়ে দেখি সিলিং ফ্যানে,
অবিরাম ঘুরছে আমার এই রক্তজালের মতোন।
যে শরীরে আগ্নেয়গিরির মতো হৃদপিন্ডের বাস, জ্বর আর এমন কি!


তবু এ আকাশের বুকেও বিস্তীর্ণ সুখ, শিমুল বনে টাকার খেলা, সিলিং ফ্যানে অদ্ভুত জ্বর।
আমার শুধু পোড়া কপাল..