শরীরের সবচেয়ে আবেদনময় কেন্দ্র হলো
মরে যেতে চাওয়ার আকাঙ্ক্ষাগুলো,
আর এই হন্তারক শরীরেই আজন্ম বসবাস।
  আত্মঘাতী দুহাতের চেয়ে আর পবিত্রতর কী?
(উপকারী,সহায়ক একজোড়া হাত)
মানব কত সংঘাতময় যে কান্নাকে সমর্থন করে
অথচ,প্রেমহীন মৃত্যুকে শিকার করে ফেলে!  
                আমাদের আনন্দ,আমাদের মৃত্যু;
প্রবল উচ্ছ্বাসের যতো মৃত্যু-
   মিইয়ে যাওয়া কামনার দাগ'র মতো মৃত্যু
                      আর কিছু চাওয়ার
থাকতো না স্রেফ কয়েক সহস্রবার যদি শরীর
ছুঁয়ে যেত মৃত্যু;এই প্রাণ মূলত এতো পুলকের
আধিক্যে বিধ্বস্ত।
এতো বেপথুমান, নির্মূল হতে পারে যে কখনোও
এতো অসহ্য রোমাঞ্চ তবু মিলিয়ে যাবে স্বেদকণার মতো।
অজ্ঞাত পরিণামের চেয়ে তাই মৃত্যু কতো ভালো!