হয়তো তোমার মৃত্যুর সংবাদ আমার অব্দি যতক্ষণে পৌছেছে
আমি তখন একটা চুলের জেল দরদাম করছি,
হয়তো তোমার মরণোত্তর দীপ্তি কল্পনা আমাকে
একটুও খেপিয়ে তুলতে পারেনি নিজস্ব শোভায়,
হয়তো আমি তখন গভীর ঘুমে যখন তুমি মাটিতে ফিরে গেছ,
তোমার লীন হওয়া আমার কোথাও বিবশ ক্ষত তৈরি করলো না,
চোখ বুজে গেল না তোমার মুখটার স্মরণে,
ধরো তোমাকে উৎসর্গ করা মোমটা কিনলাম না
টাকা খরচের অযথা ভয়ে,
হয়তো ভুলেই গেছি তোমার নামের শেষটুকু,
শেষকৃত্যের শেষ ফুলটাও শুকিয়েছে যখন-
ততোক্ষণে তোমার জমাট হৃদপিন্ডের মতো
কনকনে হিম বরফ লেমোনেডে ভেসে গেছে জগত,
খেতে খেতে ব্লাঙ্ক মস্তিষ্ক নিয়ে ঠায় বসে,
পৃথিবীর কোথাও আর আলিঙ্গনের জন্য হাত বাড়ানো নেই,
নিশ্চিত হয়ে গেছে বুকের অধিকাংশ প্রকোষ্ঠ।।