ফোবিয়াগ্রস্ত প্রাণ প্রায়ই রেলিং
- বেয়ে নিয়তির পায়চারি দেখে না
আর কার্নিশের কাকদের তো কথাই নেই
হুট করে হুজুগে ডাক দিয়ে দেশান্তরি হয়।
যেন কারো কোনো দায়বদ্ধতা নেই একলা
- আমিহীন দেবীপ্রতীম কাবেরী মেয়েটির।


ছেড়াফাঁড়া পোশাকেই হাসিখুশি থাকতো মেয়েটি-
কবুতরী ভোরকে জোর করে জেলির
- বয়ামে রেখে দৃষ্টি রাখতো বিশ্বজয়ীর।


নন্দিনী, তুমি তাজা লেবুরঙা আলোয় -
ঘর ছাড়ো আবেগের আবেদনে।
পারসিয়ান রাশিতে কাটা ঠোঁট-বাঁশিতে ,
সায় আছে প্রেমিকের সৃজিত আলয়ে।
নন্দিনী, তোমার চোখ কেন এত গভীর?