আমার চোখে দেখো,
গভীর চোখে-
করুণ বনাঞ্চলে এক ফুল ফুটে আছে।
উন্মুখ তবু চুপ,নৈঃশব্দে বনানীর বাড়ন
তাই,ফুল ফুটার সুখেও সুর গান বারণ।
অতি সাবধানী বিষক্রিয়ার মতো
লতিকায় শিকড় যতো-
বেয়ে নেমে যাচ্ছে মুখমণ্ডলে,
চোয়ালেই শত মূলের আগ্রাসন।
খেয়ালে খুব গাঢ় মাটিভেজা গন্ধ-
আমি সবচেয়ে প্রাকৃতিক প্রাণী যে,
উদ্ভিদ আমার বোন লাগে।
লাল শিরাগুলো সব মহান শোক-
আর যতো সহোদরা মরে গ্যাছে স্মরণে।
   চুপচাপ জীবন ধার নিয়ে যায় প্রায়ই গেছো পাখিরা
   উদ্ভিদের ঘ্রাণ আকাশে ভাসে তখন ডানা পেয়ে।
প্রবাহিত প্রাণের নকশা আঁকা এক ফুল ফুটেছে চোখে,
গভীরতম গভীরতা তাই নখদর্পণে।