চন্দ্রাহত দুধসাদা মেঘ ছুটছে
রানার বেগে,কার ডাকে আর কার মেলে!
প্রণোদনায় থাকছে দখিনের সমুদ্র-চুমে যাওয়া
সদ্যপ্রসূত হাওয়া।
                    সেফটিপিনের বিপদ-
ভরে যাচ্ছে ব্যক্তিগত লগের পাতার পর পাতা।
কোনো জতুগৃহে এবার লাগলো আগুন-
কোন আঁতুড়ঘরে কান্না-
যে কদমের মতো থোঁকা ধরেছে-
মৃত্যুর মতো সুখ-ব্যথা?!!