পেছনে অনুত্তর মহা দিবস,
বিরহিণী ঘোমটার আড়ালে নিকষ অাধাঁর-
গোল টিপ পরে বসে আছে রাজকুমারী।
তার স্পর্শে গভীর অভিমান ক্ষত;
আর কালো টুপি পরা পর্বত বিশাল।
তার ঢলঢল সমুদ্রের কলকল জল;
পাথর ভেঙে হৃদয়ের খুব নিকটে-
রোদ মেখে মৃত্যু লেখে অসীম আগ্রহে,
মৃত্যু নয়,অসাড়তা।
দুঃখ নয়, বিরাট অস্বস্তি।