চাল ছাঁটা সে শুকনো খড়ের ধূলো,
স্বাধীন ভাবের জীর্ণ মানুষ গুলো---
কেশ টানুনি স্বাধীনতার বেশে,
গলায় ছুরি পড়লো অবশেষে।


শুষ্ক নদীর চড়ার কাছে এসে
সবাই আমরা স্বাধীন পরিশেষে।
স্বাধীনতার নৌকার উপর শেলে---
দগ্ধ সবাই উন্মুক্ত রাইফেলে।


স্বাধীনতার স্নিগ্ধ পাপড়ি খসে---
তৃপ্তি মোদের কচু গাছেই বসে।
মনুষ্যত্মার উলটো নদীর কুলে---
আমারা স্বাধীন ঝুলন্ত বটমূলে।