হাঁকা হাঁকি চেঁচাচেচি সবই বিছানার তলায়
করছে বাবু প্রোটেস্ট নাকি উঁচা উঁচা গলায়।
ফোনের মধ্যেই হয় গর্জন বন্ধুদের সাথেই
এডমিশনের ফিজ নাকি কমে যাচ্ছে তাতেই!
কেউ বা আবার সঙ্গী হয়ে দেয় বাহবা তাকে
কুমড়ো লতার শিমুল ফুল লোকে বলে যাকে।
পরীক্ষার দিন নিয়ে হায়! অনেক ভেবেছে তারা
হারাবে নাকি তাদেরকেও সপক্ষেতেই যারা।
উচ্চবাচ্য গর্জনে তাদের, আমারও এসেছিল জ্বর---
মুখ ফসকে তাই বলে ফেলেছিলাম তোরা স্বার্থপর।
ব্যাস হয়েছে তুমুল-তান্ডব হাজার পাহাড় এসে
টুক করে তাই কেটে দিল ফোন আমার বলার শেষে।
দেখাযাক তাই, কোথা বহে যায় কালবৈশাখির ঝড়-
কার নাকে চেপে, গলা নেবে মেপে, কার মটকাবে ধড়্।