আমার কবিতায় ছন্দের অভাব, বাস্তবতা বেশি
আমি নাকি বিশ্বাসঘাতক, বলছে পুরনো স্মৃতি
চরিত্র কিংবা তাদের কাহিনী, ছন্দে মোড়ক করে
পথ চলেছি আমি বিশ্বাসঘাতক, অজুহাত নয় আবদারে
আবেগ আমার একটু বেশি, অভিমানও কম নয়
মনুষ্যত্ব আর এসব ছেড়ে, কবিই বা কেমনে হয়
ফোনের কলে আড়ি পেতে তোমায়, চিনেছি একটু বেশি
না না শত্রু নয় -আমি তোমার, অচেনা প্রতিবেশী।।


আমি স্বপ্ন!
যেখানে কেউ কোথাও নেই, গ্রাম উঠেছে শহরে
থকি পড়ে সব কিছু ভুলে, ওই নির্জন প্রান্তরে
ভাবনা থেকে জন্ম আমি, আমার মৃতদেহ বাস্তব
আমি তোমার মনে থাকি নির্জনে, করি না কোনো রব
আমি মিথ্যে, আমি অবাস্তব, আমি তোমার কলমের কবিতা
আমি ভালোবাসা, আমি স্নেহ, আমি তোমার মনের চিন্তা।।


আমি গল্প!
যখন মনের কষ্টে মন হয় ভারি, আমি উঠে যাই খাতা ভরাতে
প্রতিদিন পাল্টাই আমি প্রত্যেকের মতো, ভুলেছি নিজেকে আঁকতে
আমার নেই ছন্দ, নেই দুঃখ, কাঁদি না কখনও আমি
হাজার দুঃখ জমে আমার বুকে, তবু কাঁদ শুধুই তুমি
কেউ বোঝে -কেউ বোঝে না আমায়, কেউ বা বলে কল্পনা
বাস্তব থেকে জন্মেছি আমি, তোমার মনই আমার ঠিকানা।।


তোমার বুকের ওই বাম পাশে, আজ আমার কবর দেশ
দু'দিন আগেই স্বর্গ ছিল, ছিলাম আমি বেশ
আজকেও আছি স্বপ্নের বেশে, আছি তোমার গল্পে
তবে জীবন মরীচিকায় ঢাকা পড়ে আজ, রয়ে গিয়েছি খুবই অল্পে।।