সংক্ষিপ্ত জীবনে,একে অন্যে,মিলে ভাগ করি নিজ-প্রয়োজন
জীবনের ছন্দ,করে বছরে আবদ্ধ,মৃত্যুর জন্য করি আয়োজন
করে কত ভুল,দেই ভুলের মাশুল,স্বপ্ন স্থান পায় কল্পনায়
কারও বা স্বপ্ন ,ভেঙ্গ দেয় অন্ন,মুখ দেখা যায় অভাবের আয়নায়
আদিত্যের জাগরনে,দংশিত ইমানে,কেউ কাঁদে পথের ধারে
অনামিশার মতো,অরিন্দম কত, হারিয়ে গেছে মৃত্যুর শহরে
হাসি কান্নার দাম,গড়ে সুখের অ্যালবাম,তবু আজ অবাস্তব লাগে সুখ
কি কারনে হায়,মন আজ চায়,না যেন ভুলি আজকের দুখ
মৃত্যু আজিংকিয়া,জেনেও হিয়া,নিজেকে ভাবি সবাই অমর
বাস্তব কবিতা,বলে মিথ্যে অপরাজিতা,নেই জীবনে এর দর


তাই সায়ন কালে,মন আজ বলে,মানুষের অস্থিত্বই সত্য
নেই ভগবান,সবই কল্পনার সংগ্রাম,স্বপ্নে হয়ে রয়েছে সবাই মত্ত
তবু পলকা গাছের মতো,হতে পারিনা সংযত,ফুঁপিয়ে কেঁদে ওঠে মন
কালই তো করেছি প্রতিক্ষা,দাঁড়িয়ে আমরা,আর আজ সে কোথায় এখন


কত ডায়েরির পাতায়,গল্প-কবিতায়,লিখেছি অন্যের জীবনের গান
সব সেরার মতো,সাহিত্যের সমীরন,আমাদের এক নির্মান


মিথ্যে লাগে আজ,ওর মৃত্যুর সংবাদ,তবু কেঁপে ওঠে দৃঢ় ঠোঁট দুটি
বিষাক্ত পৃথিবীতে,ঘৃণার সাথে,আজই বা কেন নিল ছুটি


হলেও আমি কবি,দেখেছি বাস্তবের ছবি,নির্জনে বন্দি হয়ে
হলেও আমি পর,বুঝি বন্ধুত্বের দর,তাকে আজ বিদায় দিয়ে
সব বুঝেও মন, হয়েছে অবুঝ এখ্ন,দীর্ঘদিনের বন্ধুত্ব বেচতে পারে না অশ্রু দরে
তুমিই বলো বন্ধু,পাবে নাকি দুঃখ, যদি কেউ চলে যায় এমন করে


কর্তব্য-সহযোগিতায় আছি,তুমি-আমি পাশাপাশি,কালই হয় বিভক্ত হবো দুজন
মৃত্যুর বেড়া জালে,আবদ্ধ সকলে,যেতে হবে পেলে শমনের সমন।।