সেদিন আকাশ ঢেকেছে কৃষ্ণ মেঘে ; ও চলেছে পথ একা
নিঝুম রাত্রি , একা দাঁড়িয়ে  ; দেখে কল্পিত সুখ মরীচিকা
ব্যর্থ সবই , বলেনি এমন ; তবুও এক দীর্ঘশ্বাস
এমন সময়েও অকৃত্রিম ভাবে ; করছে অচেনা কে বিশ্বাস ।।


মনে জাগে হাজার প্রশ্ন ; বুকে লাগে বড়ো ব্যথা
মনে পড়ে সুখের খুদা ; মনে পড়ে কত কথা
মনে পড়ে আজ  ছেলেবেলার ; অস্পষ্ট কিছু ছবি
মনে পড়ে ভালোবাসার অ্যালবামে ; আত্মঘাতী বান্ধবী
মনে পড়ে কাব্য জীবন ; মনে পড়ে প্রথম লেখা কবিতা
অনুভূতি হয় পাশে দাঁড়িয়ে ; অবুঝ সঞ্চিতা ।।


ও তো মানুষ , যতই লিখুক ; কল্পনার রং এ ছাপা কবিতা
চোখ বুঝলে দেখে স্বপ্ন ; বুকে আছে কত ব্যথা
তোমাদের খুশি করে পাবে ও হাততালি ; এইটুকুই ওর পাওনা
তবু ওর চোখে আজ কেনো জল ; জেনেও আজ বোঝো না ।।


বন্ধু হই , তবুও সেদিন ; থেকেছি চোখ বুজে
অভিমান ওর , কষ্ট আমার ; ডায়েরির পাতায় ওকে খোঁজে ।।


হঠাৎ ঝড়ে , হঠাৎ করে ; ভাঙলো স্বপ্নের ভিত
খেয়াল হলো , অনেক আগেই ; হারিয়েছে সৌমজিৎ ।।