হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ; পেলাম ডায়েরির ফাঁকে
এক বুক তৃষ্ণনায় মরুর মাঝে ; দেখতে পেলাম তোকে
শরীরটা তখন লোক দেখানো ; সুগন্ধ দিয়ে ঘেরা
পুরনো আঘাতে হৃদয় ক্ষত ; চতুর্দিকে চেরা
শয়তান আমি , সবাই বলতো ; আমিও নিতাম মেনে
পরিবার-বন্ধু গিয়েছি ছেড়ে  ; আমি অবিচল সব জেনে
স্বপ্ন  জুড়ে পুরনো স্মৃতি ; তবে বাস্তবের নেই খোঁজ
তিল তিল করে মরছি আমি ; সকাল - বিকাল রোজ
কবিতা , গল্প , ছন্দগুলোর ; পাই না আর দেখা
হারিয়েছে ডায়েরি , নিয়ে সবই ; বন্ধ হয়েছে লেখা
হঠাৎ করে এমনই সময় ; হাত বাড়ালাম আমি
না জেনেই হাত ধরলে ; তুমি আবার মৌমী ।।


আবার লেখা শুরু হল ; নিয়ে নতুন কথা
আবার লেখা শুরু হল ; ভুলে সকল ব্যথা
অসমাপ্ত ছন্দ গুলো ; সাজলো নতুন করে
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ; আসলো আবার ফিরে
নিরবতাই বলো কথা ; বোকা হাসি মুছলো জল
বোকার মতো শুধুই প্রশ্ন , " মৌমী ! আরও তুই কিছু বল ,,


কিছু পথ একসাথে ; কিছুটা পথ একা
কখনও বা থমকে গিয়ে ; আবার ফিরে দেখা
শাসনের বাহানায় জড়িয়ে ধরা ; ডায়েরিতে লুকায় স্মৃতি
প্রশ্ন করো , " এই ভালোবাসার , হবে না তো বেদনার ইতি ! ,,


তবে ব্যথা দাও খুব , না জেনেই জানি ; জমে ব্যথা লেন্সের কোনে
অভিমানে আবার চাই হারাতে ; তুমি রাখো আমায় টেনে
ব্যস্ততার অজুহাতে দুরে থাকার চেষ্টা ; ভুল হয় বার বার
নির্জনে বসে মনে পড়ে ; পুরনো স্মৃতি আবার
তোমার সামনে অচেনে আমি নিজে ; প্রশ্ন করি নিয়ে আমার অধিকার
তোমার পরিবার - তোমার চলা পথে ; নেই আমি একবার ।।


শয়তান আমি , আজ সমাজ বলে না ; তবুও নিয়েছি আমি মেনে  
কাছের মানুষ দিয়ে যায় কষ্ট ; আমি হাসি সব জেনে
নিজেকে আড়াল করে , তোমাদের রাগ ভাঙ্গাই , বুঝবে না কেউ জানি
সেদিনই হয়তো পাবো ভালোবাসা ; হারাবো যেদিন আমি ।।