পুরনো সব হয়েছে শেষ, থেকেও নেই সেই জীর্ণ আশা
নতুন করে গঠন করি,  ভুলে পুরনো ভালোবাসা
পুরনো!  সে তো বেকার ভাবনা,  ফালতু সময় নষ্ট
আজও হাজার স্বপ্ন আছে জমে,তবে নেই আর সেই কষ্ট
সেই বোকা হয়তো আর নেই,  আজ আমি পরিণত
সময়ের তালে - কিছু বন্ধুর সাথে,  তুমিও আজ গত।।


আজ ৫ বছর!  ডায়েরি কোলে- নতুন আর এক আমি
পুরনো কবিতা গেছে হারিয়ে,  দেখি অসহায় আজ তুমি
এখন সময় কাটে ইন্টারনেটে ; না তোমাদের Facebook এ নয়
আজ দূর থেকেও দেখি তোমার,  আবেগে ক্ষত হৃদয়


আমিও একদিন ছিলাম পরিচিত,  এই ক্ষত-আবেগের সাথে
হাজার বন্ধু - তবু একাকিত্ব,  বুঝেছি কত রাতে


সেদিনের,
তোমাকে দেওয়া সময়গুলো,  ডায়েরি লিখে কাটে
কবিত্ব প্রায়ই দিয়েছি ছেড়ে,  আড়ি কল্পনার সাথে


আজ,
বাস্তবতার টানে সন্ধ্যা নামে,  চোখে রঙ্গিন স্বপ্ন
মদের নেশায় ভোরের আলো,  স্বপ্নাভাবে ধন্য


আমাদের গল্প শেষ হয়নি, বাঁচবো আমি বহুকাল
হয়তো কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে,  আমার কোনো সকাল।।