প্রকান্ড এক আরশির সম্মুখে দাঁড়িয়েছি
অভিমুখে অবিকল আমার আমিকে দেখবো বলে,
পূর্ণগ্রাস রক্ত মাখা চোখের নীচে কালচে দাগ,
মুখমণ্ডলের উজ্জ্বলতা মুর্ছানো প্রায়
জীবনের স্বপ্ন আঁকড়ে বাঁচার কথা যেই ভাবছি,
প্রতিবিম্বের কী হলো?
প্রতিধ্বনির মতো খন্ডিত,
মনবিবর্তনে কে যেন পেরিয়ে চলে,
প্রসঙ্গক্রমে প্রসঙ্গান্তরে পারি দিল।
নিশ্চুপ নিরালার মত সান্দ্র হয়ে
সংহত অন্ধকার অতিক্রম করে
যে দাঁড়িয়ে আছে আমার সম্মুখে
সে যেন আমার আমি নয়।