কোনো এক অসীম আকাশে উজ্জ্বলময় সূর্য নই, একটি ক্ষীণ নক্ষত্রই না হয় আমি।
এই সমাজের চিহ্নিত আলোকে আলোকিত নই,
একটি ছোট্ট কুড়েঁঘরের মানুষ আমি।
কোনো এক সাগরের মতো অনন্ত সীমাহীন নই,
একটি বিশুদ্ধ জলের ঝর্ণাই না হয় আমি।
এই সমাজের উচ্চপদস্থ স্বাধীন লোভী কর্মী নই,
একটি ভবঘুরে রিক্সাচালক আমি।
কোনো এক পর্বতশৃঙ্গ ন্যায় উঁচু কাঁধযুক্ত নই,
একটি মাটির ধুলোই না হয় আমি।
এই সমাজের সন্মান পাওয়ার অধীকারী নই,
সকলের অবহেলিত মানুষ আমি।
কোনো কুসুম বিশিষ্ট মধ্যমণী পদ্ম ফুল নই,
একটি অপরাজিতা না হয় আমি।
এই সমাজের সর্বপ্রিয় কোনো ব্যক্তি হয়তো নই,
তবুও কোনো রমণীর প্রিয় তো আমি।