এত কেন তুমি হাসছো,
কিসের দুঃখ লুকিয়ে রাখছো?
চোখে আদ্রতা, ঠোঁটে হাসি,
বোঝাও যে তুমি খুব খুশি।
বিষ হবে পান করতে করতে,
এই অশ্রু যা তুমি পান করছো।
সময়ের সাথে নিরাময় হওয়া ক্ষত,
পুনরায় কেন কর তারে উন্মচিত।
রেখার খেলা মোদের নিয়তি,
রেখার জবরে পতিত তুমি।।