চারিদিকে চলছে আয়োজন কত ,
কদিন আগেই তার জন্মদাতা গত ।
তাঁর আত্মার শান্তি কামনা বসত ,
ভোজন করাবে লোক যে শতশত ।


অশ্রু যেন নদী স্বরূপ বয়ে যায় ,
লোক দেখানোর সীমা ছেড়ে যায় ।
মৃতদেহের উপর পড়ছে ফুঁপিয়ে ,
শোকমগ্ন দেখাতে হবে যে জমিয়ে ।


ছিলনা যত্ন তাঁর জীবিত জীবনে ,
খাবার পেতেন একবেলা দিনে ।
রোগসৃষ্টি ঐ শরীরের এক কোণে ,
অত্যাচারে মৃত্যু এলো তাঁর জীবনে ।


জীবিতবস্থায় প্রতিদিন অশান্তি ,
এখন ছেলে দিচ্ছে তাঁরে শান্তি ।
কী লাভ এখন সকলের ভোজনে ,
জন্মদাতা ক্ষুধার্ত যখন জীবিত জীবনে ।


খাওয়াও ওই জীবিত মানুষটাকে ,
নয়কো মৃত্যুর পর এই সমাজটাকে ।
সাজাও আনন্দে তাঁর বার্ধক্য জীবনটাকে ,
নয়কো ফুলে তাঁর ওই শব দেহটাকে ।।