জীবনটা কেমন ধোঁয়াশা হয়ে গেলো
জীবনের রঙটা যেন পরিস্থিতি কেড়ে নিলো ।
মনের ইচ্ছাগুলো মনেই থেকে গেলো
পরিস্থিতি মুখটাকে স্তব্ধ করে দিলো ।


ইচ্ছাগুলো সব মনন্তরে স্বপ্নাকারে স্থিত
বাস্তব বলে; বর্তমানে তুমি আমাতে স্থিত।
ভুলে যাও তোমার সকল ইচ্ছা স্বপ্ন
করতে হবে তোমাকে বর্তমানের কর্ম ।


ইচ্ছা শিক্ষায় সর্বশেষে পৌঁছানোর
স্বপ্ন জীবনের একটায় আধ্যাপনা ।
পরিস্থিতির ইচ্ছা কাজ করানোর
করছে আমার শিক্ষারাধনায় প্রতারনা ।


স্বপ্নপুরন হবে পরিস্থিতির বিপরীতে
নিত্য মহাবিদ্যালয়ে উপস্থিতিতে
পরিস্থিতি বলে ইহার বিপরীতে
কর্ম ব্যতিত অসম্ভব উপস্থিতিতে


চাই নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতা
পরিস্থিতি সেখানেও দেয় পরাধীনতা।