স্বামীজি আহ্বান জানিয়েছেন,
আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই,


আজ স্বামীজির কাছে আমার প্রার্থনা,
কোথায় তুমি ? আজ তোমায় খুবই চাই ।


শিব জ্ঞানে জীব সেবার আদর্শ ভুলে,
ভন্ডামিতে দেশ গেল ভরে,


রাজনীতির নোংরা খেলায় মত্ত সবাই,
হিসেব নেই রোজ কত যে মানুষ মরে ।


তুমি বলেছ ধর্ম এমন ভাব যা মানুষ কে দেবত্বে উন্নীত করে,


তোমার মানব ধর্ম আজ বিলোপ,
প্রতিদিন অসংখ্য মানুষ অনাহারে মরে,


তুমি শেখালে পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ,


প্রকৃত ভালবাসার আজ বড়ই অভাব
ধর্ম নিয়েও আজ রাজনীতির অভিশাপ,


তুমি বললে প্রকৃত মানুষ চাই,
তেজস্বী বিশ্বাসী মানুষ পেলে আর কিছুর দরকার নাই


সেই মানুষের বড়ই অভাব,
তুমিই বল কোথায় গেলে সেই মানুষ পাই?


তুমি জ্বালিয়েছিলে মানুষের মনে মানবতার অগ্নি,
তুমি পৃথিবীর পূজনীয় স্বামী বিবেকানন্দ ..


সেই অগ্নি আজ গেছে নিভে
সেবা ভুলে অসহায় মানুষের শোষনেই সবাই পায় আনন্দ ।


কালোবাজারি অসসতায় পরিপূর্ণ ভারত কে পুনরুদ্ধারে,
আর একবার এসো আমাদের কাছে;

তুমি ফিরলেই বুঝবে সবাই,
ভন্ড দেশ নেতাদের আর কী কোনো দরকার আছে?