তুমি এসেছো বলেই মেঘলা আকাশে আগুনের ঝলকানি,
মানুষ মাটিতে লুটিয়ে পড়ল, মন্ত্রী হল মিনি পাকিস্থানী,
সারদা-নারদা-টেট কেলেঙ্কারী - জনতার টাকা মেরে করো ঢং,
তুমি এসেই এঁকে দিলে বাংলার বুকে সাম্প্রদায়ীকতার রং ।


তুমি এসেছো বলেই 'অন্ধ কানাই' আজ কঙ্কাল সার,
তুমি এসেছো বলেই বুক খালি হল কত বাংলার মা'র,
তুমি এসেছো বলেই পুলিশ ভয়েতে লুকায় টেবিলের তলে,
তুমি এসেছো বলেই আজকে আবার সমতল-পাহাড় জ্বলে ।
তুমি এসেছো বলেই প্রতিবাদীদের কলম নিয়েছো কেড়ে,
তুমি সাজিয়েছ আহারের মেলা - ক্ষুদার্ত কৃষক মেরে ।


তুমি এসেছো বলেই বাংলা থেকে শিল্প গিয়েছে মুছে,
তুমি এসেছো বলেই সহস্র যুবকের স্বপ্ন গিয়েছে ঘুচে;
তুমি এসেছো বলেই গুন্ডা গুলো সাজিয়েছে বোমের দোকান,
নারী শিশু পাচারে প্রথম বাংলা - তাও বন্ধ তোমার দু কান ।
তুমি এসেছো বলেই বাংলায় এল সাম্প্রদায়ীকতার টান,
তুমি এসেছো বলেই আলাদা হল হিন্দু ও মুসলমান ।


তুমি এসেছো বলেই সন্ত্রাসের আঁতুড়ঘড় হল এই বাংলা,
তোমার শান্তির ছেলেরা ছড়ায় অশান্তি - দেখতে পাওনা কী তা?


পার্কস্ট্রীট, কামদুনির অপরাধীদের আড়াল করে কী পেলে তুমি সুখ?
কাঁদছে যখন সারা বাংলা পোষ্টারে তোমার হাসি মুখ ।
তুমি এসেছো বলেই গুন্ডা গুলো হয়ে গেল নেতা মন্ত্রী,
তোমারা হলে সাধু সজ্জন - বাকী সব ষড়যন্ত্রী ।
তুমি এসেই দিয়েছো হাজারো উন্ময়নের ফিরিস্তি,
হার্মাদ দের দলে টেনে নিলে, পুরানোরা খেল খিস্তী ।


পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে তুমি বাংলায়,
এই বাংলার মানুষ খুব তাড়াতাড়ি করবে তোমায় বিদায়,
লুটপাট আর অরাজকতার শীর্ষে রয়েছ তুমি ,
অপদার্থতা ঢাকতে ষড়যন্ত্র খোঁজো - তুমি অন্তর্যামী;
কত 'তুমি' আসবে যাবে রয়ে যাবে শুধু মানুষ,
ভন্ডামী তো করলে অনেক এবার জাগাও একটু মান হুঁশ ।।