মিশকালো নদী শেষে আলগোছে বাঁক
বদলেছে শান্ত খেলাঘর,
নিশ্চুপ গুঁফো দারোয়ান সাজে কান্ডারী,
হুশিয়ার থাকি
নদী শেষে বেলাভূম পাশে বনমর্মর।
চাঁদ জামা গায়ে পড়ে
আকাশের তারাদের হাতছানি
-দিগন্তে বহ্নিশিখা।
রক্তের স্রোত ডাকে প্রেমিকের বুকে,
এ নদী মাঝি খোঁজে আঁখিজলে বারবার।।