চল লিখে ফেলি এক ফালি রোদ,
নিঃস্ব হয়ে ধুলো মাখা প্যান্ট
হাতঘড়ি টিক টিকে ফোটে
ভেজা কত সেলোফেন বক্স।
আমি চাঁদ আঁকি আকাশের বুকে,
তারা জলে নিভু নিভু ছাই,
আটলান্টিক হয়ে ভেসে উঠি ,
দেখি সাদাকালো জোনাকিরা
সারি দিয়ে ফুটিয়েছে কত'শত রং,
জুড়ে আছে আস্ত ক্যানভাস।।
হই যদি নীল রঙা পাখি,
বা কোনো বাধভাঙ্গা ঢেউ,
মিশে যেতে নেই কোনো মানা,
ছাড়িয়ে সীমা, পথের গণ্ডি,
নির্ভীক উল্লাস হিল্লোলিত স্ফূর্ত কলেবর।।