পুরুষের মতন পুরুষ হতে গেলে।
আকাশের মতো অসীম,
বটবৃক্ষের মতো ছায়াময়,
মনের মধ্যে সমুদ্রের গভীরতা,
পাহাড়ের উচ্চতা ধৈর্য ধরতে হয়।


পুরুষের মতন পুরুষ হতে গেলে।
নীলকন্ঠের মতো সব বি'ষ ধারণ,
চোখের জল বুকে লুকিয়ে রাখা,
নিজের সখ বাক্সবন্দী করে,
পরিবারের দায়িত্ব পালন করা।
নিজের হাজারো আহ্লাদ গুলোকে বিসর্জন দিয়ে,
তাদের স্বপ্নদ্রষ্টা হতে হয়।


পুরুষের মতন পুরুষ হতে গেলে।
কান্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে,
সুখ বিসর্জন হাসি মুখে,
নিজেকে পরিনত করতে হয় নারিকেলে।


পুরুষ হতে গেলে নিজেকে হতে হয়
বিশ্বের কাঠফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া।
বর্ষার মাথার উপরে ছাতা,
শরতের নীল আকাশে,
সাদা হাসের পেখম এর মতন তুলো।
হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস,
শীতের সকালের কুয়াশার মতো সঙ্গী,
বসন্তের সকালে পলাশ ফুল।


পুরুষ তো হয় সেই যে রাতের অন্ধকারে,
অসহায় নারীর দিকে লালসার দৃষ্টি নয়
সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
পুরুষ ঠিক তেমনি যে ভিড় বাসে,
অচেনা নারীকে তার সিট ছেড়ে দেয়।
পুরুষ হয় তেমনি যে বারবার সুযোগ পেয়ে,
বান্ধবীর অন্ধবিশ্বাসের মর্যাদা দিতে জানে।


পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে,
অন্য নারীকে সম্মান করতে জানে।
পুরুষতো হয় সে যে একটা মানুষ হয়ে,
মেশিনের মতন অবিরাম চলতে থাকে।
পুরুষ তো হয় যে নিজে সকল ব্যাথা লুকিয়ে,
সকলকে ভাল রাখার ব্রত নিয়েছে।


পুরুষ হচ্ছে পথ হারানো
নারীর পথ দেখানো নাবিক।
পুরুষ হচ্ছে নারীর জীবনে
ভরাডুবিতে এক খেয়া।
পুরুষ হচ্ছে নারীর মানসিক
সুখ ও শান্তির ঠিকানা।


পুরুষ কুলেই জন্ম নিলে
পুরুষ হওয়া যায় না।
পুরুষ তো সেই যে নারীকে
ভোগ্য মনে করে না।
পুরুষ তো হয় ঠিক তেমনি,
যে নারীকে মনে করে না তার পুতুল।
পুরুষ তো হয় ঠিক তেমন,
নারীকে সম্পত্তি মনে করে না।


পুরুষ হওয়া সহজ নয়।
পুরুষ আসলে সে যে নারীকে,
আগলে রাখতে জানে।
তেমন পুরুষ হলো সে,
যেকোন পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে।
পুরুষ হলো সে ব্যাক্তি,
যে নারীকে সম্পদ মনে করে।